শ্যামগঞ্জে ৩০০ শিক্ষককে নিয়ে ৮০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে নূরানী জোর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। - ভোরের সময় অনলাইন শ্যামগঞ্জে ৩০০ শিক্ষককে নিয়ে ৮০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে নূরানী জোর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


শ্যামগঞ্জে ৩০০ শিক্ষককে নিয়ে ৮০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে নূরানী জোর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।



মো: মোরসালিন নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ বিভাগের ৮০টি নূরানী ও হাফিজিয়া প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষককে নিয়ে দিনব্যাপী নূরানী জোর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২১ জুন ২০২৫, সকাল ১০টায় গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।


প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তা'লীমুল কুরআন বোর্ড, বাংলাদেশের পরিচালক হযরত মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন (দা.বা.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আজিজ (ধুলেরচর, টাঙ্গাইল) এবং বোর্ডের পরীক্ষক মাওলানা আবু বকর।


অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর আমরা এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করি। এতে শিক্ষকদের পাঠদানে যেসব ত্রুটি থাকে, তা চিহ্নিত করে সংশোধনের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি আধুনিক শিক্ষাপদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে শিশুদের মানসম্মত ইসলামী শিক্ষায় আগ্রহী করে তোলা আমাদের মূল লক্ষ্য।”


দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ