গৌরীপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার। - ভোরের সময় অনলাইন গৌরীপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


গৌরীপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার।



মোঃ মোরসালিন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ মো. খোকন আকন্দ (৪২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (২৮ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে গৌরীপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানটি পরিচালনা করেন ২ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের বিএ-৯৭১১ মেজর সানজিদ ইমরান সাব্বির।


আটককৃত খোকন আকন্দ রামগোপালপুর গ্রামের মৃত শমসের আলী আকন্দের ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


অভিযানকালে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩শত টাকা জব্দ করা হয়। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়। থানা কর্তৃপক্ষের পক্ষে এসআই মো. সাইফুল ইসলাম গ্রেফতারকৃত আসামিকে গ্রহণ করেন।


স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ