মোঃ মোরসালিন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে হোসনে আরা খাতুন (৩৫) নামের এক যুবতীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২ জুলাই) বিকেলে ইউনিয়নের কাউলাটিয়া কবিরাজবাড়ি এলাকার একটি কচুক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হোসনে আরা একই গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলাগাছের ডাউল ব্যবহার করে গলায় ফাঁস লাগিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
নিহতের মা রাবেয়া খাতুন জানান, তার মেয়ে মানসিকভাবে অসুস্থ ছিল এবং বুধবার বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পর তার খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে কচুক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। তিনি মেয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, “মেয়েটি সহজ-সরল প্রকৃতির ছিল। কারও ক্ষতি করত না। এমন নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গৌরীপুর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মো. আবু ইউসুফ বলেন, “হোসনে আরা আমাদের প্রতিবেশী। তাকে যারা এইভাবে হত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
0 মন্তব্যসমূহ