গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে পূর্বধলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সংলাপ জেলা প্রতিনিধি নুরুদ্দিন মন্ডল দুলাল, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক মানব কন্ঠ উপজেলা প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ, দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, দৈনিক আজকের খবর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল্লাহ, দৈনিক মাটি ও মানুষ উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক ইকরা প্রতিদিন উপজেলা প্রতিনিধি আল আমিন শেখ, দৈনিক জয়সাগর উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান,ভোরের সময় অনলাইনের সম্পাদক মোঃ খন্দকার শাহীন, ময়মনসিংহ সমাচার প্রতিনিধি মজিবুর রহমান ও মো. খোকন মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকের উপর এভাবে সন্ত্রাসী হামলা ও হত্যা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। সাংবাদিকরা সত্য তুলে ধরেন, অথচ সেই সত্য প্রকাশের অপরাধে প্রাণ দিতে হয়এটি সভ্য সমাজে অগ্রহণযোগ্য। দেশের যেকোনো স্থানে সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অন্যথায় স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। বক্তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গাজীপুরে কয়েকদিন আগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি দেশের সাংবাদিক সমাজসহ সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।
0 মন্তব্যসমূহ