পূর্বধলায় সবুজ সন্ধ্যা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ চারা বিতরণ - ভোরের সময় অনলাইন পূর্বধলায় সবুজ সন্ধ্যা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ চারা বিতরণ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় সবুজ সন্ধ্যা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ চারা বিতরণ



নেত্রকোনা, পূর্বধলা (প্রতিনিধি) শাহীন খন্দকারঃ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন সবুজ সন্ধ্যা ফাউন্ডেশন-এর উদ্যোগে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরা মিয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম আরিফ, পরিচালক সিরাজুল ইসলাম খোকন, সভাপতি উজ্জ্বল মিয়া, সাধারণ সম্পাদক রুবেল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তারা বলেন, সবুজ সন্ধ্যা ফাউন্ডেশন বরাবরই মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে সামাজিক বনায়ন ও মানবকল্যাণমূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।


চারা বিতরণ কর্মসূচিতে স্থানীয় গুণীজন, স্বেচ্ছাসেবী সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ