বিরামপুর জেলা প্রতিনিধিঃ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের ১৮৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ২টি করে ছাগল, ছাগলের ঘর নির্মাণের জন্য আসবাব ও ২৫ কেজি করে খাদ্য বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মঙ্গলবার (২৫ নভেম্বর) ছাগল বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী।
এসময় সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ


0 মন্তব্যসমূহ