পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত - ভোরের সময় অনলাইন পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত



পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
“মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বুধবার (১০ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।


দিবসটি উপলক্ষে উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এবং হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি শেষে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. নূর উদ্দিন মন্ডল দুলাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। 


সাংবাদিক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার,

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির,আনোয়ারুল ইসলাম তালুকদার আনার,পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন,কলাম লেখক জাকির আহমদ খান কামাল,উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. শহিদুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধুমাত্র আন্তর্জাতিক নথির বিষয় নয়; বরং প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জড়িত। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত ভূমিকা রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ