দিবসটি উপলক্ষে উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এবং হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. নূর উদ্দিন মন্ডল দুলাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
সাংবাদিক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধুমাত্র আন্তর্জাতিক নথির বিষয় নয়; বরং প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জড়িত। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত ভূমিকা রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।

0 মন্তব্যসমূহ