ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে শীর্ষে মেসি - ভোরের সময় অনলাইন ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে শীর্ষে মেসি

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে শীর্ষে মেসি



আর্জেন্টিনার হয়ে আরাধ্য বিশ্বকাপ জিতে বৃত্ত পূরণ করেছেন লিওনেল মেসি। কিন্তু সেখানেই থেমে যাননি মেসি। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে মেসি সবসময় প্রস্তুত। তাইতো ইউরোপের ফুটবলকে বিদায় জানিয়ে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। যে দেশে জনপ্রিয়তায় ফুটবলের অবস্থান ৪ নম্বরে, সেই দেশেই তিনি জাগিয়ে দিলেন নতুন ফুটবল-উন্মাদনা।তলানিতে পড়ে থাকা একটি দলকে অভিষেকের মাত্র এক মাসের মধ্যে এনে দিলেন নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও। আজ লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারায় মেসির দল ইন্টার মায়ামি।এর মধ্য দিয়ে নিজের ট্রফি ক্যাবিনেটটাও আরেকটু সমৃদ্ধ করে নিলেন মেসি।

ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার ওপরে উঠলেন মেসি। এ পথে তিনি পেছনে ফেলেছেন দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেজকে। যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে আটক ব্রাজিলিয়ান তারকা আলভেজ তাঁর ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা। তাঁকে ছাড়িয়ে এবার মেসি জিতলেন ৪৪তম শিরোপা। এখানেই হয়তো শেষ নয়। সামনের দিনগুলোয় মেসির নামের সঙ্গে হয়তো যুক্ত হবে নতুন নতুন শিরোপা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ