পূর্বধলায় ট্রেনের ধাক্কায় নাসির উদ্দিন নি'হত - ভোরের সময় অনলাইন পূর্বধলায় ট্রেনের ধাক্কায় নাসির উদ্দিন নি'হত

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় ট্রেনের ধাক্কায় নাসির উদ্দিন নি'হত



পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা পূর্বধলা উপজেলা ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের খাগুরিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নাসির উদ্দিন বয়স( ৩০),পিতা মোঃ জাহের আলী বয়স ( ৪৫) এন আই ডি নং ৫১০০৪৬২২৪০ আজ ভোর ৪:০০ ঘটিকায় মোহনগন্জ গামী হাওর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে ঘঠনা স্হলেই ইন্তেকাল করেছেন।


নিহত হওয়ার ঘটনার খবর ছড়িয়ে পড়লে,গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ফজল ঘটনাস্হলে উপস্হিত হয়। পরে সেখানে গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহীদ ফকিরও উপস্হিত হয়।


তাদের সহায়তায় শ্যাম গঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ফোন করলে,ঘটনাস্হলে তাৎক্ষণিকভাবে ছুটে যান,শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়িতে কর্মরত কনস্টেবল মো: বেলায়েত ও গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাড়ির এস আই মোঃ হারুন অর রশিদ।


নিহত নাসির উদ্দিনের পরিবার সহ কারো অভিযোগ না থাকায় প্রশাসনের লোকদের সাথে কথা বলে দুজন চেয়ারম্যানের সহযোগিতায় পরে ময়না তদন্ত ছাড়াই লাশ দাপন করা হয়।


স্হানীয় সূত্রে জানা যায় মরহুম নাসির উদ্দিন বিগত ২/৩ বছর পূর্বে থেকে মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। তাকে কখনো কখনো পাগলামির কারণে শিকল দিয়ে বেধে রাখা হতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ